লংগদুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত উপজেলা লংগদুর ভাসাইন্যাদম ইউনিয়নের রাঙ্গাপানিছড়া নামক এলাকায় কাপ্তাই লেকের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- একই এলাকার মো. নাছির উদ্দিনের মেয়ে লিমা আক্তার (৬) ও ছেলে আবদুল কাদের (৩)।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে ওই দুই শিশু নিজেদের ঘরের পাশে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ কাপ্তাই লেকের পানিতে পড়ে যায় তারা। বিকেলে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।
নিহত দুই শিশুর বাবা মো. নাছির উদ্দিন জানান, প্রতিদিন ঘরের পাশে ভাই-বোন খেলাধুলা করত। সকালে হঠাৎ যে তারা পানিতে পড়ে গেছে তা কেউ টের পায়নি।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আইআই