হাসপাতালে নবজাতক ফেলে মা উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:২৩ এএম, ২৩ অক্টোবর ২০১৭

হবিগঞ্জ সদর হাসপাতালে এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন মা। বিষয়টি নিয়ে হাসপাতালজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শিশুটিকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়লেও শেষ পর্যন্ত তাকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়। অবশ্য এ বিষয়ে তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের ফয়েজ মিয়ার স্ত্রী আজিমা আক্তার নামে এক নারী প্রসব ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন।

এরপর তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। চারদিন লালন পালন করে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের পাশের বিছানায় থাকা সাফিয়া বেগম নামে এক নারীর কাছে ওই নবজাতককে দিয়ে বাথরুমে যান ওই মা।

এরই মধ্যে চারদিন অতিবাহিত হলেও রোববার পর্যন্ত তিনি আর ফিরেননি। পরে বিষয়টি সাফিয়া বেগম হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে।

রোববার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দিয়ে সমাজসেবা অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। অপরদিকে খবরটি ছড়িয়ে পড়লে নবজাতক পুত্রসন্তানটিকে দত্তক নিতে দিনভর বিভিন্ন এলাকা থেকে দম্পতিরা হাসপাতালে ছুটে আসেন।

সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. বজলুর রহমান বলেন, শিশুটির অভিভাবকের জন্য দিনভর অপেক্ষা করা হয়েছে। তার মা-বাবার কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে তাকে চিকিৎসা ও ওষুধপত্র দিয়ে রোববার সন্ধ্যায় সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, হাসপাতালের ভর্তি খাতা অনুযায়ী শিশুর মা আজিমা আক্তারের বাড়ি বাহুবলে। বাহুবল থানার মাধ্যমে তার মা-বাবার খবর নেয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন। হয়তো বিষয়টি অফিসের অন্য কর্মকর্তারা জানেন। তবে কে জানেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।