সাতছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ধস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

নিম্নচাপের কারণে টানা তিনদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের অভ্যন্তরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে পাহাড়ি ঢলে উদ্যানের অভ্যন্তরে ছড়ার পানিতে ৭০ থেকে ৮০ ফুট পাহাড় ধসে পড়ে।

ধসে মূল উদ্যানের গেট থেকে ওয়াচ টাওয়ার যাওয়ার পথ পাহাড়ি ঢলে ভাসিয়ে নিয়ে গেছে। এ অবস্থায় কর্তৃপক্ষ ট্রেইলে ভ্রমণে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

habiganj

এদিকে সাতছড়ি উদ্যানের পাশে ত্রিপুরা পল্লীও রয়েছে ভাঙনের আশঙ্কায়। ইতোমধ্যে পল্লীর ৩টি ঘর পাহাড়ি ঢলে ভেসে গেছে। এরপর পরিবার ৩টিকে সরিয়ে নেয়া হয়েছে এবং তাদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। কিন্তু পল্লীর অবশিষ্ট পরিবার এবং পল্লীতে যাওয়ার ফুট ব্রিজটিও রয়েছে ভাঙনের আশঙ্কায়।

গতকাল রোববার সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন উদ্যানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ শামছুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব ও রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।

তারা দ্রুত এ ট্রেইল মেরামত এবং ট্রেইল রক্ষায় ছড়ার পাশে গাইড ওয়াল নির্মাণসহ প্রয়োজনীয় গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেন। গতকালই বালিভর্তি বস্তা দ্বারা ট্রেইল রক্ষার কাজ শুরু হয়েছে।

এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।