বিনা টিকেটে ট্রেন ভ্রমনের দায়ে জেল-জরিমানা


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৬ জুন ২০১৫

বিনা টিকেটে ট্রেন ভ্রমনের দায়ে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে ৯ যাত্রীকে আটক করে ছয়জনকে এক হাজার ২০০ টাকা জরিমানা ও তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছলে বিনা টিকেটে ভ্রমনের দায়ে ৯ যাত্রীকে আটক করা হয়। এ সময় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জনকে ২০০ টাকা করে এক হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে ছয়জন টাকা জরিমানা প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হয় এবং তিনজন টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাদের আটক রাখা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে তিনজন যাত্রী জরিমানার টাকা দিতে ব্যর্থ হয়েছে। রাতে পুনরায় আদালত বসিয়ে তাদের কারাদণ্ডের বিষয়টি নির্ধারণ করা হবে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।