নাটোরে ৪০ কেজি হাইব্রিড কৈ মাছ জব্দ


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৭ জুন ২০১৫

নাটোরে হাইব্রিড কৈ মাছে রং দিয়ে দেশি হিসেবে বিক্রির অভিযোগে ৪০ কেজি কৈ মাছ জব্দ করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শনিবার সকালে শহরের বিভিন্ন বাজার এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন দোকানের দ্রব্যমূল্যের তালিকা সম্বলিত বোর্ড দেখতে না পেয়ে সকল দোকান মালিককে নিয়মিতভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়। পরিদর্শনকালে তারা বিক্রেতার বিক্রয়মূল্য ও ক্রেতার ক্রয় মূল্যের অসঙ্গতি দেখতে পান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, মার্কেটিং অফিসার আব্দুল গফুর, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকার ও ব্যবসায়ী প্রতিনিধি বাবু চিত্তরঞ্জন সাহা উপস্থিত ছিলেন।

এআরএ/আরআইপি




পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।