মধুমতিতে প্রাণ আপ নৌকাবাইচ প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:১০ এএম, ০২ নভেম্বর ২০১৭

 

মাগুরার মধুমতি নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাণ আপ নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রাণ আপের পৃষ্ঠপোষকতায় আগামী শনিবার জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে।

প্রতিযোগিতায় মাগুরাসহ নড়াইল, ঝিনাইদাহ, যশোর ও ফরিদপুরের ২০টি নৌকা অংশ নিচ্ছে। এ উপলক্ষে মধুমতির পাড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া নদীর দু’পাড়ে বসবে গ্রামীণ মেলা। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুর ২টায় খেলার উদ্বোধন করবেন।

এবছরও অন্যান্য বছরের ন্যায় মহম্মোদপুরের রুইজানি বালুরচর ঘাট থেকে এলাংখালী ঘাটের শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন মধুমতির অংশ বিশেষ স্থানে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিকেল ৫টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক এতে সভাপতিত্ব করবেন।

মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, খেলার দিন দর্শনার্থীদের নিরাপত্তায় জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মাগুরায় প্রাণ আপের পৃষ্ঠপোষকতায় মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগী অনুষ্ঠিত হয়ে আসছে।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।