পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

রাঙ্গামাটিতে ‘দ্রুতি পরিবহন’ (চট্টমেট্রো-জ-০৪-১১৯) নামে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

নিহতের নাম তপনী বেগম (২৫)। বুধবার বেলা আড়াইটার দিকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন- রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী ও ৭ বছরের শিশুকন্যা, আবু মুছা (৫০), মোস্তফা কামাল (৩৪), মঙ্গল মিয়া (৫০), লালু চাকমা (৩৫), ধর মণি চাকমা (৪০), টিংকু চৌধুরী (২৮), প্রান্ত চৌধুরী (২৬), জামাল হোসেন (৩২), ফজলুল নাহার (৫০), কাদের (৩৫), মুজিবুর রহমান (৩০) ও হাফিজুর রহমান (৩৬)।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।