আত্রাই নদে ধরা পড়ল ১২ কেজির বোয়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২১ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই নদে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ। রোববার গভীর রাতে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে সোমবার উপজেলার চাঁচকৈড় মাছের আড়তে ওঠে মাছটি। কিন্তু এত বড় মাছ পুরোটা কেনার ক্রেতা পাওয়া যায়নি। পরে কেটে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয় মাছটি।

প্রথমে ১২ হাজার টাকায় মাছটি কেনেন ব্যবসায়ী আবু রায়হান। পরে তিনি মাছটি কেটে বিক্রি করে তিন হাজার টাকা লাভ করেন।

আবু রায়হান বলেন, ছয়-সাত বছর আগেও এমন বড় বড় মাছ পাওয়া যেত। এখন আর তেমন পাওয়া যায় না। এত বড় মাছ পুরোটা কেনার মতো ক্রেতা এখানে নেই। তাই কখনো বেশি ওজনের মাছ পেলে কেটে কেজি দরে খুচরা বিক্রি করতে হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।