দুর্বৃত্তের বিষে মারা গেল ১১০ মণ পাঙ্গাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে পুকুরের মাছ। এতে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই পুকুরের মাছচাষি। রোববার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার ভাদুর ছেলে কৃষক জেনার আলী এবং মৃত রাহাত আলীর ছেলে রিয়াজতুল্লাহ দুইজন মিলে বর্গা নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছিলেন। রোববার ভোরে তাদের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

মাছচাষি রিয়াজতুল্লাহ জানান, পুকুর বর্গা নিয়ে আমরা দুইজন মিলে মাছ চাষ করেছিলাম। প্রতিদিন সকালে মাছের খাবার দিতে আসি। আজকে সকালে এসে দেখছি পুকুরের সব মাছ মরে ভেসে গেছে। পরে স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে আসলে তিনি জানান পুকুরে বিষ দেয়া হয়েছে। পুকুরে প্রায় ১১০ মণ পাঙ্গাস ও ৫ মণ মনোসেক্স জাতের তেলাপিয়া মাছ ছিল।

jagonews24

আমলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল রানা জানান, পুকুরে বিষ প্রয়োগের ফলে মাছগুলো মারা গেছে। তবে কে বা কারা কেন বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

আল-মামুন সাগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।