ধর্মযাজক নিখোঁজের পেছনের ঘটনা বলার মতো নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:০২ পিএম, ০২ ডিসেম্বর ২০১৭

নিখোঁজের চারদিন পর নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ক্যাথলিক ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে উদ্ধার করা হয়েছে।

শনিবার উদ্ধার পরবর্তী সংবাদ সম্মেলন করেছে পুলিশ। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ধর্মযাজককে অপহরণ করা হয়নি বরং স্বেচ্ছায় সিলেটে গেছেন তিনি।

সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, মোবাইল ট্র্যাকিং করে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসস্ট্যাড থেকে সুস্থ অবস্থায় পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে উদ্ধার করা হয়। এটি অপহরণের ঘটনা নয়। ধর্মযাজক নিখোঁজের পেছনে এমন কিছু ঘটনা আছে- যা বলার মতো নয়।

এছাড়া ফাদার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে নিজেকে লুকাতে চেয়েছিলেন। তার সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আগামীকাল আদালতের নির্দেশনা চাওয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের জন্য কিছু কাজ শেষে ওয়াল্টার উইলিয়াম রোজারিও জোনাইলের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন।

এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। পরে তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার রাতে নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এরপর তাকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসস্ট্যাড থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।