খাটের নিচে বস্তাভর্তি ফেনসিডিল, গ্রেফতার ৪
ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ ৪ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতের অভিযানে গ্রেফতারদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে রোববার দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ।
গ্রেফতাররা হলেন- পশ্চিম ঝালকাঠি এলাকার সিরাজুল হকের ছেলে নুরুজ্জামান সেন্টু (৩৬), সুলতান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৪), মৃত. সৈয়দ আলীর ছেলে রিপন হাওলাদার (৩৮) ও বরিশাল কোতোয়ালি থানার কাঠপট্টি এলাকার মৃত. রনজিত পালের ছেলে উত্তম পাল (৩২)।
পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানান, গোপন সংবাদের সূত্র ধরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন শনিবার রাতে অভিযান চালিয়ে সেন্টুর বাড়ির খাটের নিচে রাখা বস্তাভর্তি ৭০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় সেন্টু, রফিক, রিপন ও উত্তমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া গ্রেফতার সেন্টুর বিরুদ্ধে ঝালকাঠি থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ ডজনেরও বেশি মামলা রয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, এমএম মাহমুদ হাসান ও ডিবি ওসি কামরুজ্জামান মিয়া।
মো. আতিকুর রহমান/এএম/জেআইএম