সিলেটে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিশুরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:০৬ এএম, ০১ জানুয়ারি ২০১৮

সারা দেশের ন্যায় সিলেটও নতুন বইয়ের উৎসব পালিত হয়েছে। প্রাথমিক মাধ্যমিক মিলিয়ে সিলেট বিভাগে ২ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৬৮৬টি বই ঘ্রাণ ছড়ায়। এ সকল বইয়ের ঘ্রাণ নাকে মেখে আজ আনন্দে মেতে উঠে সিলেটের শিক্ষার্থীরা। সকাল থেকেই শুরু হওয়া বই উৎসব দুপুর পর্যন্ত চলে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই সরবরাহ করা হয়েছে। সবচেয়ে বেশি বই ভাগে জুটেছে সিলেটের জন্য ১ম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য। ইতোমধ্যে সিলেটে এসেছে ২৬ লাখ ১২ হাজার ১৬৩টি বই।

এর মধ্যে প্রথম শ্রেণির বই রয়েছে ৩ লাখ ৫৪ হাজার ২৯১টি, দ্বিতীয় শ্রেণির বই রয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫টি, তৃতীয় শ্রেণির বই রয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৫২টি, চতুর্থ শ্রেণির বই রয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৮৭২টি এবং পঞ্চম শ্রেণির বই রয়েছে ৬ লাখ ২১ হাজার ৮৪৩টি।

বই প্রাপ্তির তালিকায় সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য বই এসেছে ২১ লাখ ২২ হাজার ৫৭৫টি। এর মধ্যে প্রথম শ্রেণির বই রয়েছে ২ লাখ ৮২ হাজার ৭২০টি, দ্বিতীয় শ্রেণির বই রয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৮৪টি, তৃতীয় শ্রেণির বই রয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৪৯টি, চতুর্থ শ্রেণির বই রয়েছে ৫ লাখ ২৬ হাজার ১৬৯টি এবং পঞ্চম শ্রেণির বই রয়েছে ৫ লাখ ১২ হাজার ২৫৩টি।

হবিগঞ্জ জেলায় প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য বই সরবরাহ করা হয়েছে মোট ১৭ লাখ ৪৫ হাজার ৩৮৫টি। এর মধ্যে প্রথম শ্রেণির বই রয়েছে ২ লাখ ৫২ হাজার, দ্বিতীয় শ্রেণির বই রয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৯০টি, তৃতীয় শ্রেণির বই রয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৭০টি, চতুর্থ শ্রেণির বই রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৮৫০টি এবং পঞ্চম শ্রেণির বই রয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৬৭৫টি।

মৌলভীবাজারে প্রাথমিকে বিতরণের জন্য সব মিলিয়ে বই এসেছে ১৩ লাখ ৭২ হাজার ৯৪১টি। এর মধ্যে প্রথম শ্রেণির বই রয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৫০টি, দ্বিতীয় শ্রেণির বই রয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৪টি, তৃতীয় শ্রেণির বই রয়েছে ৩ লাখ ২ হাজার ৭৬৯টি, চতুর্থ শ্রেণির বই রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২৩২টি এবং পঞ্চম শ্রেণির বই রয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯৪৬টি।

সিলেটে বাফার স্টকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য রয়েছে আরও ১ লাখ ৩৮ হাজার ৩৮৪টি বই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সূত্রে জানা গেছে, ইবতেদায়ি পর্যায়ে সিলেট বিভাগে বিতরণ করা হবে মোট ১১ লাখ ৯৩ হাজার ৭৫টি।

এর মধ্যে সিলেট জেলায় বিতরণের জন্য এসেছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৬টি, সুনামগঞ্জে এসেছে ২ লাখ ১৯ হাজার ৩২২টি, হবিগঞ্জে এসেছে ২ লাখ ৬ হাজার ৬৫৮টি এবং মৌলভীবাজারে এসেছে ২ লাখ ৩২ হাজার ৬৮৯টি বই।

মাধ্যমিক পর্যায়ে সিলেট বিভাগে সব মিলিয়ে বই এসেছে ১ কোটি ৫ লাখ ৪১ হাজার ৪১৭টি বই। এর মধ্যে সিলেট জেলার ভাগে পড়েছে ৩৪ লাখ ২১ হাজার ৯০৪টি বই। সুনামগঞ্জে এসেছে ২৩ লাখ ১৯ হাজার ২৯৫টি বই। হবিগঞ্জে এসেছে ২৪ লাখ ২ হাজার ৪টি বই। মৌলভীবাজারে এসেছে ২৩ লাখ ৯৮ হাজার ২১৪টি বই।

দাখিল পর্যায়ে বই এসেছে সব মিলিয়ে ২২ লাখ ৩ হাজার ৪০১টি। এর মধ্যে সিলেট জেলায় এসেছে ৮ লাখ ৪ হাজার ৩০৬টি বই। সুনামগঞ্জে এসেছে ৪ লাখ ৬৬ হাজার ৮১৪টি বই। হবিগঞ্জে এসেছে ৪ লাখ ৮৭ হাজার ৪৫টি বই। মৌলভীবাজারে এসেছে ৪ লাখ ৪৫ হাজার ২৩৬টি বই।

সিলেট বিভাগে এসএসসি ভোকেশনালের বই এসেছে ২১ হাজার ১৮৫টি। এর মধ্যে সিলেট জেলায় এসেছে ২ হাজার ৫৫টি বই। সুনামগঞ্জে এসেছে ৬ হাজার ৮৪০টি বই। হবিগঞ্জে এসেছে ৫ হাজার ৪৯০টি বই। মৌলভীবাজারে এসেছে ৬ হাজার ৮০০টি বই। সিলেট বিভাগের জন্য দাখিল ভোকেশনালের বই এসেছে ৪৮০টি। সবগুলো বই পড়েছে সুনামগঞ্জের ভাগে।

সিলেট বিভাগের বিভিন্ন স্কুলের জন্য ইংরেজি সংস্করণের বই এসেছে ৩৯ হাজার ৭০০টি। এর মধ্যে সিলেট জেলায় এসেছে ৩৫ হাজার ৮৬৫টি বই। সুনামগঞ্জে এসেছে ৫৪৭টি বই। হবিগঞ্জে এসেছে ১ হাজার ৯০টি বই। মৌলভীবাজারে এসেছে ২ হাজার ১৯৮টি বই।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার বলেন, এবার চাহিদামতো বই পেয়েছি। যথা সময়ে সিলেটের সকল বিদ্যালয়ে বই পৌঁছে দেয়া হয়েছে।

সকাল থেকে বই উৎসব শুরু হয়েছে। সকাল ৯টায় দক্ষিণ সুরমার কায়স্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করনে বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

মাউশি সিলেটের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ জানান, আজ সকাল সাড়ে ৯টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম ও সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

ছামির মাহমুদ/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।