ভোলায় বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি লুঙ্গি বিতরণ
ভোলায় বাণিজ্যমন্ত্রীর পক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করছেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অস্বচ্ছল পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এ পোশাক বিতরণ করেন।
এর আগে ৭৫টি মসজিদের ঈমাম, মোয়াজ্জেমদের পরিবারের জন্যও ঈদ পোশাক দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন লিংকন, যুবলীগ নেতা আতিকুর রহমান প্রমুখ ।
অমিতাভ অপু/এসএস/আরআইপি