ভোলার ৩ উপজেলার ১২ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ৩ উপজেলার ১২ গ্রামের সুরেশ্বরী অনুসারীরা আজ শুক্রবার ঈদ উদযাপন করছেন। সকালে বৃষ্টির মধ্যেই ওই সকল গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিনের মূলাই পত্তন গ্রামের মজনু বেপারীর বাড়িতে সুরেশ্বরী অনুসারীদের এক সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে তারা দেশবাসীর মঙ্গল ও শান্তি কামনা করেন।
অমিতাভ অপু/এসএস/এমএস