মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ওয়াহিদুর রহমান (২২) ও টিভি হাসপাতাল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে ইউসুফ আলী (৪৮)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক মমিন উল্ল্যাহ জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়াহিদুর রহমানকে ২৮ পিস ইয়াবা ও ইউসুফ আলীকে ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।