এবারের ঈদের বড় প্রাপ্তি হচ্ছে দেশ স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি
ঈদের নামাজ আদায় করার পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের ঈদ উৎসবের প্রাপ্তি হচ্ছে দেশ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে স্থিতিশীল আছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন অর্থনৈতিক মুক্তি বাস্তবায়িত হচ্ছে। দেশের মানুষ ভাল আছেন।
শনিবার ভোলা বাংলাবাজারে ফাতেমা খানম জামে মসজিদ চত্বরে ঈদের নামাজ আদায় করার পর নিজ গ্রামের বাড়িতে বাবা মার কবর জিয়ারত করেন তোফায়েল আহমেদ। পরে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে এক সাক্ষাতকারে তিনি বলেন, দেশের মানুষ ভাল আছেন, এটা আমাদের বড় প্রাপ্তি।
এদিকে ভোলার ঈদগাহ মাঠে জেলার বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসময় শুভেচ্ছা বিনিময় করেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
অমিতাভ অপু/এসএস/এমএস