দেশে আর হত্যার রাজনীতি হবে না : পর্যটনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে এক বছর পর হঠাৎ আন্দোলন শুরু করেন। পেট্রল বোমা মেরে ৩ থেকে ৪শ’ লোক হত্যা করা হয়েছে।

তিনি বলেন, দেশে আর হত্যার রাজনীতি হবে না। আওয়ামী লীগ হত্যার রাজনীতি বিশ্বাস করে না। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সদ্য দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, আমি মন্ত্রী হয়েছি, এটা আমার কোনো ক্রেডিট নয়। প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীকে ভালোবাসেন বলেই মন্ত্রী উপহার দিয়েছেন। যতদিন বেঁচে থাকব, লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করে যাব।

তিনি বলেন, ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার মন্ত্রীত্বের মেয়াদ আছে ৯ মাস। এ অল্প সময়ে সবার সহযোগিতা পেলে জনগণের কল্যাণে কাজ করতে পারব। জেলার প্রত্যেক উপজেলায় যাব। সবার পরামর্শ নিয়ে লক্ষ্মীপুরকে এগিয়ে নিতে কাজ করব।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফরিদুন্নাহার লাইলি, হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লায়ন এমএ আউয়াল, মোহাম্মদ নোমান এমপি, আবদুল্লাহ আল মামুন এমপি, আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, আবু তাহের, এমএ মমিন পাটোয়ারী ও শামছুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

কাজল কায়েস/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।