সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রাক-মোটরসাইলকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে তার স্ত্রী সালমা বেগম (৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আকীর ছেলে। গুরুতর আহত সালমা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক আকল মিয়াকে ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।