মাদক সেবনে বাধা, দু’জনকে কুপিয়ে হাসপাতালে
লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেয়ায় দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. লিটন ও শরীফ হোসেন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন আহতরা জানায়, উপজেলার টুমচর গ্রামের সাখাওয়াত উল্যার ছেলে শরীফ প্রায়ই রাস্তার ওপরে প্রকাশ্যে গাঁজা ও মদ সেবন করে আসছে। স্থানীয় প্রভাবশালী পরিবারের লোক হওয়ায় ভয়ে মুখ খুলছে না কেউ। ঘটনার সময় স্থানীয় সবুজের দোকানে মাদক সেবন করতে আসলে তাকে বাধা দেয়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে তিনি দামা দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। এত তাদের হাত, পিঠ ও পায়ে জখম করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত শরীফের বক্তব্য জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম/আরআইপি