বিএনপি ঘরে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে : কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না। তারা এখন ঘরে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে। বিএনপির মিথ্যাচার তাদের ক্ষমতায় আনবে না। তাদেরকে নিয়ে চিন্তার কিছু নেই।

রোববার বিকেলে মুন্সীগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মানুষ উন্নয়নের দল আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। আওয়ামী লীগই একমাত্র দেশের গণতান্ত্রিক দল এবং এ দলের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, তা কেউ আটকে রাখতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, আমরা বিচার নিয়ে কোনো আপস করি না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি বিচারের মুখোমুখি হচ্ছে। যেই অপরাধ করবে সে শাস্তি ভোগ করবে। বিএনপির সময় এমনটা হয়নি। আগুন, বোমা নিয়ে কেউ এদেশে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি গত নয় বছরেও আন্দোলন জমাতে পারেনি তারা আর পারবেও না।

তিনি বলেন, পদ্মা সেতু বাস্তবায়নে শেখ হাসিনাই মূল শক্তি। শেখ হাসিনার হাত দিয়েই পদ্মা সেতুর কাজ শেষ হবে। পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেল ১৪টি পিলারের নকশা চূড়ান্ত করেছেন। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ। ইতোমধ্যে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান আজ বসানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান, কেন্দ্রীয় কার্যকরী সদস্য রিয়াজুল কায়সার, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী মুকুল বোস, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মোজাফফর হোসেন পল্টু, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. আক্তারউজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস এমপি, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মুন্সীগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি ফজিলাতুন্নেছা , মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।