লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় পিআইও গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার বিকেলে রায়পুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওই কর্মকর্তার ভাড়া বাসা লন্ডন ভিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক ও পুলিশ সূত্র জানায়, জেলেদের চাল ও রাস্তার কাজ না করে টাকা আত্মাসাৎ করার ঘটনায় ২০১১ সালের ১৯ জুলাই ও পরের বছরের ২৭ মার্চ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়।

রাঙ্গামাটি জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে দায়ের করা এসব মামলায় তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। ঘটনার সময় অভিযান চালিয়ে থানা পুলিশের সহায়তায় দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।