লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর মুখোশধারীদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

লক্ষ্মীপুরে সাংবাদিক ফয়েজুল আজিম শিশিরের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় তার মোবাইল, টাকা, পরিচয়পত্র ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় হামলার ঘটনা ঘটে। শিশির দৈনিক করতোয়ার লক্ষ্মীপুর প্রতিনিধি। তবে কি কারণ, কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জানান, রাতে তিনি লাহারকান্দিতে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। যানবাহন না পাওয়ায় ঘটনার সময় তিনি পায়ে হেটে জকসিন-জুগির হাট সড়ক দিয়ে মজুপুর এলাকার বাড়িতে ফিরছিলেন।

আটিয়াতলী এলাকায় পৌঁছালে মুখোশধারী ৪-৫ দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে টেনে-হেঁচড়ে পাশে পরিত্যক্ত জাহাঙ্গীরের ইটভাটায় নিয়ে মারধর করেন।

তার সঙ্গে থাকা মোবাইল, দেড় হাজার টাকা, পরিচয়পত্র ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।