মুন্সীগঞ্জে ৫ ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মঙ্গলবার রাতে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসে ছিনতাইকালে সাগর নামে এক ছিনতাইকারীকে আটক করে গজারিয়া থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রটির বাকী সদস্যরা।

পরবর্তীতে সাগরের দেয়া তথ্য মতে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের বাকী চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি পাসপোর্ট, বিদেশি মুদ্রা, স্বার্ণালঙ্কারসহ ছিনতাই করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মনির হোসেনের ছেলে মো. সাগর (২১), শাহ আলম মিয়ার ছেলে মামুন (২৬), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের ছলিমুল্লাহর ছেলে মো. সানি সরকার (২৪), একই গ্রামের পারভেজ মিয়ার ছেলে মো. শান্ত (২০) ও মো. রমজান মিয়ার ছেলে শাহ পরান (২০)।

গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশীদ জানান, আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।