লক্ষ্মীপুরে আ.লীগ নেতা ফজলুল করিম আর নেই
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ ন ম ফজলুল করিম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর গ্রামের এ কে এম আক্কাস মিয়ার ছেলে ও ইউনিক হোটেলের মালিক।
পরিবার সূত্রে জানা যায়, ফজলুল করিম দীর্ঘদিন কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলুল করিম দলের নিবেদিত সংগঠক হিসেবে নেতাকর্মীদের কাছে বেশ সমাদৃত ছিলেন। ছাত্রলীগের পরে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি সমৃদ্ধ করতে তিনি প্রচুর শ্রম-অর্থ ব্যয় করেছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।
কাজল কায়েস/এমএএস/এমএস