জয়পুরহাটে ককটেল-পেট্রলবোমাসহ আটক ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ৫টি ককটেল ও ৩টি পেট্রলবোমাসহ যুবদল ও শিবিরের ৭ নেতাকর্মীকে আটকের দাবি করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন- জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদল সদস্য বেলায়েত হোসেন বেনু, শিবির সদস্য এমরান হোসেন, জাকারিয়া, মোসাব্বির হোসেন সিহাব, জাহিদ মো. তোহা ও মুমিনুর।

জয়পুরহাট সদর থানা পুলিশের ওসি সেলিম হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী আটক যুবদল নেতা শরীফুলের বাড়ি থেকে ওই পেট্রলবোমা ও ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান ওসি।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।