ভিডিও ছড়ানো সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আশরাফুল ইসলাম মাদবর মিঠুন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কালেজছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বুধবার রাত ১১টার দিকে ছাত্রীর বাবা বাদী হয়ে জাজিরা থানায় মামলা করেছেন।
মিঠুন জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উপজেলার জয়নগর ইউনিয়নের খোড়াতলা গ্রামের আব্দুল মান্নান মাদবরের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ওই কলেজছাত্রীর সঙ্গে মিঠুনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মিঠুন ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ছবি ও ভিডিওকে পুঁজি করে মিঠুন তাকে একাধিকবার ধর্ষণ করেন।
এরইমধ্যে পরিবারের সম্মতিতে ২০১৭ সালের ২৫ নভেম্বর বিয়ে হয় ওই ছাত্রীর। বিয়ের পর ওই ছাত্রী মিঠুনের ডাকে সাড়া দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মিঠুন ক্ষিপ্ত হয়ে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। এছাড়াও আপত্তিকর ছবি ও ভিডিও ওই ছাত্রীর স্বামীর হাতে তুলে দেন।
জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মাদবর জাগো নিউজকে বলেন, মিঠুন যা করেছে তা জঘন্য অপরাধ। আমাদের কমিটির সম্মানহানী করেছে। জেলা কমিটি মিঠুনকে বহিষ্কার করেছে। মিঠুনের বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। ওর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম জাগো নিউজকে বলেন, ঘটনা ছড়িয়ে পড়ার পর মিঠুন পালিয়ে বেড়াচ্ছে। আমরা মিঠুনকে গ্রেফতারের চেষ্টা করছি।
মো. ছগির হাসেন/এফএ/পিআর