বিজিপির সঙ্গে পতাকা বৈঠকে বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০২ মার্চ ২০১৮

অবশেষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকে বসে।

বৈঠকে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করে মিয়ানমার। বেশ কিছু সামরিক পিকআপ, ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিজিপি সদস্য অবস্থান নেয় শূন্য রেখা থেকে দেড়শ গজ ভেতরে। ফলে রোহিঙ্গাদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও মিয়ানমার সেনাবাহিনী শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের সরে যাওয়ার জন্য মাইকিং করে এবং রাতে ফাঁকা গুলি ছোড়ে। এমন পরিস্থিতিতে গতকালই পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। অবশেষে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।