মায়ের কোলে ফিরল হারিয়ে যাওয়া নয়ন
জয়পুরহাটের স্টেশন এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি রাতে উদ্ধার হওয়া ওমর ফারুক নয়ন (৪) নামে একটি শিশু ফিরে পেয়েছে তার মাকে। গত ২৮ ফেব্রুয়ারি এ নিয়ে জাগো নিউজে ‘ঠিকানা বলতে পারছে না হারিয়ে যাওয়া শিশুটি’ শিরোনামে সংবাদ প্রচারিত হলে সেই সূত্রেই শিশুটিকে খুঁজে পায় তার পরিবার।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় কান্নারত অবস্থায় শিশু নয়নকে তিন কিশোর উদ্ধার করে সদর থানা হেফাজতে দেয়। শিশুটির হাত, পা ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। শিশুটিকে জিজ্ঞাসা করলে সে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কোনো এক গ্রামের রুবেল হোসেন ও ফাতেমা বেগমের ছেলে বলে জানায়। তবে এর বেশি আর ক্ছিুই বলতে পারেনি সে। পরে চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত খবর জাগো নিউজে প্রকাশের পর তা ফেসবুকে শেয়ার করা হলে শিশুটির মা প্রকাশিত সংবাদের সূত্র ধরে জয়পুরহাট থানায় এসে তার খোঁজ পান। পরে রোববার দুপুরে শিশুটি তার মাকে দেখে চিনতে পারলে মা ফাতেমা বেগমের কাছে তাকে হস্তান্তর করা হয়।
রাশেদুজ্জামান/এফএ/জেআইএম