বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:২৫ এএম, ১৫ মার্চ ২০১৮

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী গঙ্গাস্নান (মহাবারুণী মেলা) শুরু হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকেই বান্দরবানে সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে এ স্নানোৎসব শুরু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় গঙ্গা মায়ের বোধনের মধ্যদিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান আর্শীবাদ সংঘ।

jagonews24

চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গাস্নান করে আসছেন। বৃহস্পতিবার সকালে বান্দরবানের সাঙ্গু নদীতে বিভিন্ন বয়সের নারী পুরুষ স্নান করতে আসেন। আর রাতে নদীর তীরে রয়েছে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও গঙ্গা আরতি।

বান্দরবান গঙ্গা পূজা উদযাপন পরিষদের আহ্ববায়ক বিকাশ দে জানান, গঙ্গাস্নান উপলক্ষে আয়োজিত বারুণী মেলায় সকল ধর্মের মানুষের ব্যাপক সমাগম ঘটে। এছাড়াও আয়োজন করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভজন কীর্ত্তন অনুষ্ঠানের।

jagonews24

এছাড়াও গঙ্গাস্নানের পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্যলাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চণা করে থাকেন। শুক্রবার প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এ উৎসবের ইতি টানা হবে।

সৈকত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।