লামায় দালালসহ ১০ রোহিঙ্গা আটক
বান্দরবানের লামা থেকে ১০ রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। রোহিঙ্গারা মিয়ানমারের রাসিধং জেলার রাজাবিল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লাইনঝিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন, আয়াত উল্লাহ (২৫), জলিল আহাং (২৮), শামসুল আলম (২৫), রহিম উল্লাহ (২০), মো. রফিক (১৮), রহমত উল্লাহ (২৪), হাফেজ ইয়াছিন (২২), আব্দুল মোতালিব (১৮), পীর মুহাম্মদ (৫২) ও মনির আহাম্মদ (২৪)।
তারা জানিয়েছেন, জানুয়ারি মাসের শুরুতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় কাঠ শ্রমিক হিসেবে কাজ করার জন্য তাদেরকে কুতুপালং ও ঠেংখালী শরাণার্থী ক্যাম্প থেকে নিয়ে আসে দালাল আবু সিদ্দিক।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সৈকত দাশ/এফএ/পিআর