লক্ষ্মীপুরে ৩০ গুণীকে সম্মাননা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরে শিক্ষাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩০ গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়েছে। সদর উপজেলার তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রোববার সকালে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। পরে শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।