লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশ হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩১ মার্চ ২০১৮
গ্রেফতার আবু ছায়েদ

লক্ষ্মীপুরে তরুণ সাংবাদিক শাহ মনির পলাশ হত্যা মামলার আসামি আবু ছায়েদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুরের ভবানীপুর গভীর শালবনের একটি মাছের ঘের থেকে স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় লক্ষ্মীপুর সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে থানায় আনা হয়।

গ্রেফতার আবু ছায়েদ ওই হত্যা মামলা এজাহারভুক্ত দ্বিতীয় আসামি। তিনি সদরের পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি তার বড় ভাই আবু ইউছুফকে গ্রেফরের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই চাচাতো ভাই ১৪ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি শাহ মনির পলাশকে পিটিয়ে আহত করে। পরদিন ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা মনির হোসেন সদর থানায় বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।