পটিয়ায় পাইরেসি সিনেমা ও অশ্লীল ভিডিওসহ আটক ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

পটিয়া পৌরমার্কেট থেকে পাইরেসি করা বাংলাদেশি সিনেমা ও পর্নোগ্রাফি ভিডিও বিক্রির অভিযোগে ২০ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১টি সিপিইউ, ২১টি কম্পিউটারের মনিটর ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

মিমতানুর রহমান জাগো নিউজকে বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণ-তরুণীদের কাছে অশ্লীল ভিডিও বিতরণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।