অর্ধ কোটি টাকার ইলিশের চালানসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ এপ্রিল ২০১৮

প্রায় অর্ধ কোটি টাকার ৮৪ মণ ইলিশের একটি বড় চালান জব্দ করেছে চাঁদপুর নৌ-পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।

বুধবার ভোরে সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকা থেকে পিকাপ বোঝাই ইলিশগুলো জব্দ করা হয়। আটককৃতরা হলেন-গাড়ির চালক চট্টগ্রামের রাঙ্গুলিা থানার রুহুল আমিনের ছেলে মাহবুব আলম (২৯), চট্টগ্রাম বাশখালি গ্রামের শাহআলমের ছেলে ইসকান্দার (১৮), মাছের মালিক আব্দুর রহমানের ছেলে আবু তালেব (৩৫) ।

নৌ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন জব্দকৃত মাছগুলো হরিনা লঞ্চঘাট মাদরাসা রোড নৌ থানায় নিয়ে আসে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত ইলিশগুলো কোল্ডস্টোরেজে পাঠানোর নির্দেশ দেন।

নৌ পুলিশ ফারির ইনচার্জ গিয়াস উদ্দিন জাগো নিউজকে জানান, জব্দকৃত মাছগুলো চট্টগ্রাম বাশখালি থেকে পিকাপ গাড়িতে লোড করে হরিনা ফেরিঘাট হয়ে যশোর উদ্দেশ্যে যাচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনা ফেরিতে গাড়িটি জব্দ করি এবং এর সঙ্গে থাকা তিন জনকে আটক করা হয়। বোঝাই ৮৪ মণ ইলিশের মূল্য প্রায় অর্ধকোটি টাকা হবে বলে জানান তিনি।

ইকরাম চৌধুরী/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।