ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০১৮

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়ি সীমান্ত থেকে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে চোরাচালানবিরোধী টাস্কফোর্স। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিজিবি-৪৷

আটকরা হলেন- মো. শফিক (৪৮), হক সাহেব (২৬) ও মো. ইলিয়াস (৪০)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চোরাচালানকৃত মালামালসহ একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা ধাওয়া করে টাস্কফোর্স টিম। একপর্যায়ে কাজীরবাগের আলী আজম ব্রিক ফিল্ডের পাশে গাড়ি দুটি ধরা পড়ে। এ সময় পিকআপ ও সিএনজির ভেতর থেকে প্রায় ৮৩১ পিস ভারতীয় শাড়ি, আমদানি নিষিদ্ধ প্যারাকটিন ও ডেক্সিন ট্যাবলেট এবং এন্টি ইনফ্ল্যামেটরি ট্যাবলেট ডিকলো-এম জব্দ করা হয়। আটক পণ্যের দাম প্রায় দেড় কোটি টাকা।

এ সময় তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়- চোরাচালানের মূল হোতা ছিলেন গুদাম কোয়ার্টারের বাবু নামে এক ব্যক্তি। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বিজিবি-৪ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর খাজা মাঈন উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

জহিরুল হক মিলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।