সাংবাদিক নাজমুল হুদার দাফন সম্পন্ন
বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হুদার (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার সরিশপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চৈত্র সংক্রান্তির খবর সংগ্রহকালে শহরের রেজিস্ট্রি অফিসের মোড়ে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
সাংবাদিক নাজমুল হুদা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, বাবা ও মাসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় শহরে খাস নওগাঁ ঈদগাঁহ মাঠে তার জানাজা হয়।
এদিকে নওগাঁর সাংবাদিকরা নাজমুল হুদার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি উদাসীনতার অভিযোগ এনেছেন। তাকে হাসপাতালে ভর্তির পরপরই নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন জরুরি ভিত্তিতে তত্ত্বাবধায়ক ডা. রওশন আরাকে মোবাইল ফোনে একজন কার্ডিওলজিস্টকে হাসাপাতলে পাঠানোর অনুরোধ করেন। কিন্তু দুই ঘণ্টা অতিবাহিত হলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানো হয়নি।
অন্যত্র স্থানান্তরের কোনো পরামর্শ না দিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে একজন সাধারণ মেডিকেল অফিসার তার চিকিৎসা করেন। দ্রুত স্থানান্তর না করে এখানে চিকিসার নামে সময় ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের।
আব্বাস আলী/আরএআর/পিআর