পানি পান করে শিশুসহ ৯ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমরিহাট
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় টিউবওয়েলের পানি পান করে শিশুসহ নয়জন অচেতন অবস্থায় হাসপাতালের ভর্তি হয়েছেন। রোববার সকালে তিনজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

অসুস্থরা হলেন- উপজেলা সিংগীমারী ইউনিয়নের মধ্য ধুবনী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদেরের ছেলে ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন (৪৬), স্ত্রী লিপি আরা (৩২), ছেলে লিসু (১০), জয়নালের ছোট ভাই জাহাঙ্গীরের স্ত্রী রনি বেগম (২৮), একই গ্রামের ইউনূসের স্ত্রী ও জয়নালের বাড়ির কাজের মহিলা শায়রা বেগম (৩৫), আহাবুদ্দিনের স্ত্রী হাওয়া বিবি (৪৫), বাবুলের স্ত্রী আনজু (২৫), রহিদুলের ছেলে ও কাজের ছেলে সাহেদ রানা (১৪) এবং মৃত হোসেন আলীর ছেলে ও কাজের লোক আফতাব উদ্দিন (৫০)।

এদের মধ্যে, জয়নাল আবেদিন স্ত্রী লিপি ও তার ছোট ভাইয়ের স্ত্রী রনিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা স্বাস্থ্য-কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার নাঈম হাসান জানান, চেতনা নাশক ঔষুধ মেশানো পানি পান করে সবাই অসুস্থ হয়ে পরে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রবিউল হাসান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।