ফেনীতে সাংসদের গানম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহ’র গানম্যান আজিজুর রহমান তসলিম প্রকাশ সুমন ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া থেকে পাশের জেলা লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের বেলাল হোসেন নামে এক ডিস ব্যবসায়ী একই এলাকার মানিক চন্দ্র ভোমিকের কাছে এক লাখ ৭০ হাজার টাকা পাওনা ছিল। মানিক সেই টাকা না দিয়ে সোনাগাজীতে তার শ্বশুর বাড়িতে আত্মগোপন করে। পূর্ব পরিচয়ের পর ওই টাকা উদ্ধারে বেলালকে হাজী রহিম উল্লাহর গানম্যান পরিচয় দিয়ে সোনাগাজী আসতে বলে সুমন। ৫ এপ্রিল বেলাল টাকা নিতে ফেনীতে আসলে তাকে লেমুয়া একটি খালের পাড়ে নিয়ে মোবাইল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমনসহ তার সহাযোগিরা সরে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরে আজিজুর রহমান তসলিম প্রকাশ সুমন ড্রাইভারকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শ (এসআই) মো. মাঈন উদ্দিন। পুলিশ আরও জানায় সুমনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ ব্যাপারে সংসদ হাজী রহিম উল্যাহ জানান, এ নামে তার কোনো গানম্যান নেই এবং ছিল না। এ ধরনের কোনো লোককে আমি চিনি না।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী সুমনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী প্রতিনিধি/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।