অঝোরে কাঁদছে মুক্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

ঘরে ফিরতে চায় শিশু মুক্তা (৫)। মঙ্গলবার রাতে ফেনী শহরের দাউদপুর ব্রিজ এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন।

পুলিশ জানায়, রাতে শিশুটিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে নাম পরিচয় জানতে চায় স্থানীয়রা। শিশুটি তার নাম মুক্তা, মায়ের নাম মনি এবং তাদের বাসা সেগুন বাগান পাহাড়তলি বলে জানায়। সে পাহাড়তলি রেলস্টেশন থেকে ট্রেনে উঠে ফেনীতে এসে নামে। এর বেশি কিছু বলতে পারেনি মুক্তা। মা-বাবাকে হারিয়ে থানা হেফাজতে অঝোরে কাঁদছে সে।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, শিশুটির দেয়া তথ্যমতে আমরা বিষয়টি খুলশি থানাকে অবহিত করেছি। তারা খোঁজ খবর নিয়ে আমাদের জানালে শিশুটিকে তাদের হাতে হস্তান্তর করবো।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।