বড় দুই ভাইয়ের মতো ছোট ভাইও শপথ নিলেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে শপথ গ্রহণ করেছেন প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত।

বাবা হোসেন বখত ও মা নুরজাহান বখতের সংসারের ৩য় সন্তান হিসেবে সুনামগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্বভারগ্রহণ করলেন তিনি। এর আগে তার বড় ভাই মনোয়ার বখত নেক ও আয়ূব বখত জগলুল সুনামগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।

সোমবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার নাজমান আরা খানম তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়নে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান।

এসময় অারও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলামসহ সুধি সমাজের নেতৃবৃন্দ।

সিলেটে শপথ গ্রহণের আগে হযরত শাহজালাল রহ : মাজার জিয়ারত করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন নাদের বখত। ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আয়ুব বখত জগলুলের আকস্মিক মৃত্যুর পর এ পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।