লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৪ মে ২০১৮

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার ১৫ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সদরের জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

র‌্যাব জানায়, অভিযানকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এ সময় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। তিনি দেড় বছর ধরে ইয়াবা সেবন করেন বলে আমাদেরকে জানিয়েছেন। পরে ভ্রাম্যামাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।