মৌলভীবাজারে বাসচাপায় নিহত ২
মৌলভীবাজারে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০) ও সিএনজি অটোরিকশার চালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে তারেক মিয়া (২২)।
জানা যায়, সকালে সিএনজি অটোরিকশা করে নেপুর ও তারক মৌলভীবাজার আসছিলেন। এ সময় ঢাকা থেকে বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইসলামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে অটোরিকশার চালক ও যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করেছে পুলিশ। নিহতদের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপন দে/এফএ/এমএস