সাতক্ষীরায় জামায়াত রোকনসহ গ্রেফতার ৪০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২২ মে ২০১৮
ছবি-ফাইল

সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে আশাশুনির আনুলিয়া ইউপি জামায়াতের রোকন আবু বক্কর সিদ্দিক (৪০) ও জামায়াতের ৪ নেতা-কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে রয়েছে সাতক্ষীরা থানার ৬ জন, কলারোয়া থানার ৭ জন, তালা থানার ৪ জন, কালিগঞ্জ থানার ৮ জন, শ্যামনগর থানার ৫ জন, আশাশুনি থানার ৫ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার ৩ জন।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আলী আজম খান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। দুপুর ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।