বাউফলে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ৩০ মে ২০১৮
ছবি-ফাইল

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৪৩ জন হতদরিদ্র লোক কার্ডধারী। মার্চ ও এপ্রিল মাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল ডিলারের মাধ্যমে প্রত্যেক কার্ডধারীদের কাছে বিক্রি করা হয়।

৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইয়ানুর বেগম বলেন, মেম্বার আমার কার্ড নিয়ে গেছে। চালের জন্য ডিলারের কাছে গেলে বলেন- আমার চাল বিক্রি হয়ে গেছে।

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, খাদ্য অফিসের নির্দেশে আমার ওয়ার্ডের ১১৫ জনের কার্ড জমা দিয়েছিলাম। ৯৯ জনের কার্ড দেয়া হয়েছে। যা কার্ডধারীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তারা সবাই চাল পেয়েছে। বাকি কার্ড অফিস থেকে ডিলারের কাছে দেয়া হয়েছে। শুধু তারা চাল পায়নি।

ডিলার মো. আবদুর রহমান মোল্লা বলেন,কার্ডধারীদের চাল কার্ডধারীদের কাছেই বিক্রি করা হয়েছে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। কার্ডধারীরা যাতে চাল পায় সে ব্যবস্থা করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবদুস ছালাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।