হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ২ এসআই ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৮ জুন ২০১৮

হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় এসআই রকিবুল হাসান ও মুকিত চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে পুলিশের চলমান বিরোধ নিষ্পত্তি করা হয়। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, কারও একক অপরাধের দায় সমগ্র পুলিশ বাহিনী নেবে না। তদন্তে প্রমাণিত হলে দোষি ব্যক্তিকে অবশ্যই শাস্তি পেতে হবে। নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।

উল্লেখ্য, গত ৩১ মে দিবাগত রাতে শহরের গরুর বাজার এলাকা থেকে লন্ডন ভিত্তিক টিভি ‘চ্যানেল এস’ এর সহকারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম জীবনকে ধরে নিয়ে যায় পুলিশ। তাকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। এতে জীবনের পা ভেঙে যায়।

সেসময় জীবন অভিযোগ করেন, তার পায়ুপথে মোমবাতি জ্বালিয়ে ছ্যাঁকা দেয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিকরা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।