আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৮ জুন ২০১৮
ফাইল ছবি

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রিয়াদ সদর উপজেলার রিচি গ্রামের জিতু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারাদেশের মতো হবিগঞ্জেও বিভিন্ন বাড়ির ছাদে শোভা পাচ্ছে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। শুক্রবার দুপুরে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে রিয়াদ নিজের বাড়ির টিনের চালায় ওঠে। এ সময় সে ঘরের ওপর দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে যায় তার ভাই সেলিম (২৮) ও প্রতিবেশী হারুন মিয়ার ছেলে শরীফ (৭)। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাও আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছার আগেই ছেলেটি মারা গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।