বলেশ্বর নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৪ জুন ২০১৮

পিরোজপুরে বলেশ্বর নদীতে ডুবে বিক্রম কর্মকার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিক্রম শহরের বসন্তপুল সড়কের প্রশান্ত কর্মকারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁদমাড়ি এলাকায় বলেশ্বর নদীতে বিক্রম কর্মকার ও তার কয়েজন বন্ধু গোসল করতে গিয়ে ডুবে যায়।

সদর থানার এসআই মনিরুজ্জামান মুনির জানান, দুপুরে বিক্রম তার বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। এ সময় সে হঠাৎ পানিতে ডুবে যায়। বন্ধুরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে প্রায় ৩ ঘণ্টা পরে নদী থেকে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।