বিষপানে মাসহ শিশুর মৃত্যু : আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০১:৪৮ এএম, ২১ জুন ২০১৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই শিশুসহ মায়ের বিষপানের ঘটনায় মাসহ এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাতে পারিবারিক কলহের জেরে দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজরাডাংগা ইউনিয়নের শেওরাতলী এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার সকালে শেওরাতলী গ্রামের জয়দেব রায়ের সঙ্গে তার স্ত্রী মমতা রানীর (৩৫) ঝগড়া হয়। রাতে বাড়ি ফিরে ভাত রান্না করা নিয়ে উভয়ের মধ্যে আবারও ঝগড়া হয়।

পরে মমতা রানী তার দুই শিশু সেতু রানী ও রাতুল চন্দ্র রায়কে আমের রসের সঙ্গে বিষ পান করান। এ সময় তিনি নিজেও বিষ পান করেন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে মা মমতা রানী ও তার দেড় বছরের ছেলে রাতুল চন্দ্র রায় মারা যায়। মুমূর্ষ অবস্থায় ছয় বছরের শিশু কন্যা সেতু রানীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চেংটি হাজরাডাংগা ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সরকার বলেন, ‘শোনা গেছে ছোটখাট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কলহের জের ধরে মমতা রানী তারই দুই সন্তানকে নিয়ে আমের সঙ্গে বিষ পান করেন। এ ঘটনায় দেড় বছরের পুত্র সন্তানসহ তার মায়ের মৃত্যু হয়। মেয়েটির অবস্থাও আশঙ্কাজনক।’

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের জের ধরেই দই শিশুকে বিষ পান করান তাদের মা মমতা রানী। পরে তিনি নিজেও বিষ পান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা আবারও খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় আপাতত ইউডি মামলা করা হচ্ছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।