বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যবসায়ীদের বিক্ষোভ
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টাকা নিয়েও পণ্য লোড করে না দেয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ সময় তারা লোডিংয়ের টাকা ফেরতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও শ্রমিকরা যৌথভাবে এই কর্মসূচি পালন করে। এতে সাময়িকভাবে স্থলবন্দরের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।
ব্যবসায়ী নেতাদের দাবি, গত ১ এপ্রিল থেকে এটিআই লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে বাংলবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিংয়ের ইজারা দেয়া হয়। ১৪ মে থেকে প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের কাছ থেকে লোড এবং আনলোডিং বাবদ পণ্যের টন প্রতি ১০৪ টাকা করে চার্জ নেয়া শুরু করে। চুক্তিতে পণ্য লোড এবং আনলোডিংয়ের কথা থাকলেও স্থলবন্দর কর্তৃপক্ষ কেবল আনলোড করে দেয়। তারা বাংলাদেশি ব্যবসায়ীদের কোনো পণ্য লোড করে দেন না। বাধ্য হয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা খরচে আমদানি করা পণ্য স্থলবন্দরের ইয়ার্ড থেকে লোড করতে হয়। এ কারণে বর্তমানে লাভের পরিবর্তে লোকসান গুনছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা।
স্থলবন্দরের আমদানিকারক হারুনুর রশিদ বাবু বলেন, বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে পণ্য লোড করে দেয়ার নামে টাকা নিয়ে কোনো পণ্য লোড করে দেন না। লোড আনলোডিং চার্জ চালু হওয়া থেকে এ পর্যন্ত আমাদের থেকে প্রায় কোটি টাকার বেশি লোডিং চার্জ আদায় করেছে। এখন পুরো টাকা তারা আত্মসাৎ করার চেষ্টা করছে।
সফিকুল আলম/আরএআর/এমএস