পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দোকানপাট বন্ধ
পিরোজপুর শহরের কাঁচা বাজারে ব্যবসায়ীদের অনিয়ম, ফুটপাত দখল, সড়কের ওপর পলিথিন টানানো এবং পলিথিন মুক্ত বাজার সৃষ্টির লক্ষে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।
সোম ও মঙ্গলবার ওই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ ও মারিয়া হক।

এদিকে দুপুরে ভ্রাম্যমাণ আদালত শেষ করে ম্যাজিস্ট্রেটরা চলে যাবার পরপরই ব্যবসায়ীরা সকল দোকানপাট বন্ধ করে বাজারে মিছিল করে এবং ঘন ঘন অভিযান ও জরিমানার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ জানান, দু’দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধরনের ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে।

অভিযানের বিষয়ে জেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ আলম বলেন, শহরের হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুটপাত দখলমুক্তসহ সকল ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ওয়াদাবদ্ধ ছিলাম।
হাসান মামুন/আরএ/এমএস